• স্টার্কের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছেন হরষিত
    আজকাল | ১৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার শহরে চলে এসেছে কলকাতা নাইট রাইডার্সের ভারতীয় ক্রিকেটাররা। আর আট দিন পরই আইপিএলে অভিযান শুরু নাইটদের। শুক্রবার থেকে ইডেনে প্রস্তুতি শুরু করে দেবেন নীতিশ রানা, রিঙ্কু সিংরা।‌ ইতিমধ্যেই শহরে চলে এসেছে কেকেআরের ক্রিকেটাররা। মিচেল স্টার্কের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার তর সইছে না হরষিত রানার। তাঁর থেকে অনেক কিছু শিখতে চান নাইটদের তরুণ পেসার। হরষিত বলেন, "স্টার্কের দলে যোগ দেওয়া নিয়ে আমি উত্তেজিত। ওর মতো একজন বড় মাপের ক্রিকেটারের থেকে আমি অনেক কিছু শিখতে পারব। ম্যাচ খেলার পাশাপাশি ট্রেনিংয়ের সময়ও অনেক জিনিস শেখার সুযোগ থাকবে। আশা করছি নিজের বোলিংয়ের উন্নতি করতে পারব।" চোট সারিয়ে আইপিএলে ফিরছেন হরষিত। প্রায় আড়াই মাস পর মাঠে ফিরবেন। আইপিএলে স্বমহিমায় ফেরার জন্য উদগ্রীব। হরষিত বলেন, "চোটের সঙ্গে মানিয়ে নিতে খুব সমস্যা হয়েছে। আড়াই মাস ক্রিকেটের বাইরে থাকতে হয়। এরকম চোট মানসিকভাবেও বিপর্যস্ত করে দেয়। তবে আমি সবসময় ইতিবাচক ভাবনা-চিন্তা করেছি। নিজেকে বোঝানোর চেষ্টা করেছি, যত বেশি পরিশ্রম করব, ততটাই উপকৃত হব আইপিএলে।" গতবছর বেশ কয়েকটা সফরে সুযোগ পান কেকেআরের পেসার। জাতীয় দলে হাতেখড়িও হয়। সেই মূল্যবান অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে, জানান হরষিত। তিনি বলেন, "ভারতীয় শিবিরে সময় কাটানোর পর নিজের মধ্যে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে এগোনোর জন্য কী করা দরকার সেটা শিখেছি। টেনিং, ডায়েট নিয়েও অনেক কিছু জেনেছি। দক্ষিণ আফ্রিকায় চোট পাওয়ার পর রাহুল দ্রাবিড় স্যার আমাকে বিশেষ কয়েকটা দিকে নজর দিতে বলেছিলেন। গত আড়াই মাসে আমি সেগুলোর ওপর কাজ করেছি। প্রতিনিয়ত নিজের উন্নতি কীভাবে করতে হয়, সেটা সিনিয়র প্লেয়ারদের থেকে শিখেছি।" শুধু বোলিং নয়, নিজের ব্যাটিংয়েও নজর দিচ্ছেন হরষিত। 
  • Link to this news (আজকাল)