• আট বছর পর রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই, মোট ৪২ বার
    আজকাল | ১৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ আট বছরের খরা কাটল। রঞ্জি চ্যাম্পিয়ন হল মুম্বই। বৃহস্পতিবার ফাইনালে বিদর্ভকে ১৬৯ রানে হারিয়ে ৪২তম বার রঞ্জি ট্রফি জিতল মুম্বই। ওয়াংখেড়েতে চ্যাম্পিয়ন হতে ফাইনাল তথা শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় রাহানেদের। টুর্নামেন্টের ৯০ বছরের ইতিহাসে ৪৮তম বার ফাইনাল খেলল মুম্বই। বিদর্ভের সামনে জয়ের জন্য ৫৩৮ রানের টার্গেট সেট করে রাহানেরা। ২৪৮ রানে ৫ উইকেট হারানোর পর এদিন প্রথম সেশনে কোনও উইকেট হারায়নি বিদর্ভ। বিপক্ষের অধিনায়ক অক্ষয় ওয়াদকর (১০২) এবং হর্ষ দুবে (৬৫) মুম্বইয়ের অপেক্ষা বাড়িয়ে দেয়। ২৯০ রান প্রয়োজন ছিল জয়ের জন্য। কিন্তু ৩৬৮ রানে শেষ হয়ে যায় বিদর্ভের ইনিংস। শেষ দু"দিনে মুম্বইয়ের অপেক্ষা দীর্ঘায়িত করে বিদর্ভ। ওয়াদকর আউট হওয়ার পর আর বেশিক্ষণ টিকে থাকতে পারেনি বিদর্ভের বাকি ব্যাটাররা।‌ তুষার দেশপাণ্ডে এবং তনুষ কোটিয়ান একের পর এক উইকেট তুলে নেন। উমেশ যাদবের শেষ উইকেট তুলে নিয়ে সবধরনের ক্রিকেটকে বিদায় জানান ধবল কুলকার্নি। দ্বিতীয় ইনিংসে ১৩৬ রান এবং ২ উইকেট নিয়ে সেরার পুরষ্কার পান মুশির। ২০১৫-১৬ মরশুমের পর দীর্ঘ আট বছর অপেক্ষা করতে হয় মুম্বইকে। ২০২১-২২ মরশুমে ফাইনালে উঠলেও ট্রফি আসেনি। অবশেষে আবার চাকা ঘুরল।
  • Link to this news (আজকাল)