• ওয়েবসাইটে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন ...
    আজকাল | ১৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ১১ মার্চ দেশের শীর্ষ আদালত জানিয়েছিল, ১২ তারিখেই নির্বাচনী বন্ডের সমস্ত তথ্য বিশদে জাতীয় নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে এসবিআইকে। ১৫ মার্চের মধ্যে সমস্ত তথ্য জাতীয় নির্বাচন কমিশনকে এসবিআই-এর দেওয়া নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ করতে হবে ওয়েবসাইটে। তবে সেই ডেডলাইনের আগেই, অর্থাৎ ১৫ মার্চের আগেই, ১৪ মার্চ, বৃহস্পতিবার সন্ধে বেলা নিজেরদের ওয়েবসাইটে তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন। উল্লেখ্য, দেশের শীর্ষ আদালতের নির্দেশ মেনে একদিনের মধ্যেই জাতীয় নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ডের তথ্য দিয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সোমবার নির্বাচনী বন্ডের তথ্যপ্রকাশে স্টেট ব্যাঙ্কের অতিরিক্ত সময় চাওয়ার আবেদন খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবারেই বন্ডে কাকে কত টাকা দেওয়া হয়েছে তার তথ্য এসেছিল নির্বাচন কমিশনের কাছে।
  • Link to this news (আজকাল)