• প্রচারে শরদ পাওয়ারের নাম-ছবি ব্যবহার করতে পারবে না অজিত-গোষ্ঠী, সতর্ক করল সুপ্রিম কোর্ট ...
    আজকাল | ১৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অজিত পাওয়ার শরদ পাওয়ারের হাত ছেড়ে গেরুয়া শিবিরের সহায়তায় এখন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। অজিত গোষ্ঠী এবং শরদ গোষ্ঠীর জন্য পৃথক নামও নির্বাচন করা হয়েছে আগেই। লোকসভা ভোটের আগে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, নির্বাচনের প্রচারে শরদ পাওয়ারের নাম বা ছবি কোনওটাই ব্যবহার করতে পারবে না শরদ গোষ্ঠী। সঙ্গেই জানানো হয়েছে, তারা দলের পুরনো প্রতীক ঘড়িও ব্যবহার করতে পারবে না। বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালত এই নির্দেশিকা দিয়েছে। তাতে জানানো হয়েছে, অজিত গোষ্ঠীকে লিখিতভাবে জানাতে হবে, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনওভাবেই ভোটের প্রচারে শরদ পাওয়ারের নাম এবং ছবি ব্যবহার করবে না। আদালতের যুক্তি, অজিত গোষ্ঠী এখন পৃথক দল, তাই শরদ পাওয়ার বা ঘড়ি প্রতীক ব্যবহার করলে জনগণ বিভ্রান্ত হতে পারেন।
  • Link to this news (আজকাল)