• ক্যা নিয়ে সাফ বার্তা দিয়েছেন শাহ, রাহুল কেন চুপ' প্রশ্ন বিজয়নের ...
    আজকাল | ১৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ক্যা নিয়ে উত্তাল দেশ। সোমবার দেশজুড়ে কার্যকর হয়ে গিয়েছে ক্যা। বাংলার মুখ্যমন্ত্রী যদিও সাফ জানিয়েছিলেন, জীবন দিয়ে রুখবেন ক্যা। উত্তাল হয়েছিল আরও কিছু রাজ্য। তবে বৃহস্পতিবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কোনও রাজ্য এই আইন আটকাতে পারবে না। শাহি মন্তব্যের পর এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। প্রশ্ন করেছেন, কেন এবার চুপ রয়েছেন রাহুল? বৃহস্পতিবার বিজয়ন সাফ জানিয়েছেন, তাঁর রাজ্যে তিনি এই আইন কার্যকর হতে দেবেন না। কেরালা মাথা নত করবে না বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, মমতা ব্যানার্জি জানিয়েছেন, বাংলায় ক্যা কার্যকর হতে দেবেন না। পাশাপাশি রাজ্যের মানুষকে নাগরিকত্বের জন্য আবেদন না করার আহ্বান করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। শাহ বলেছেন, "সেদিন আর খুব বেশি দূরে নয়, যেদিন বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে এবং সেখানে অনুপ্রবেশ রুখবে।" ক্যা এর বিরোধিতা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। সে প্রসঙ্গে অমিত শাহ বলেন, যদি কেজরিওয়াল সত্যিই জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হন, তাহলে তাঁর উচিত বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বিষয়টি দেখা। তিনি বলেন, "যদি কেজরিওয়াল উদ্বিগ্ন হন, তাহলে কেন তিনি বাংলাদেশী অনুপ্রবেশকারীদের সম্পর্কে কিছু বলছেন না? কেন তিনি রোহিঙ্গাদের বিরুদ্ধে কিছু বলছেন না? কারণ সকলেই ভোটব্যাঙ্কের রাজনীতি করছেন। রোহিঙ্গা এবং বাংলাদেশীদের দ্বারা কি আমাদের কর্মসংস্থান নষ্ট হচ্ছে না? তিনি শুধুমাত্র জৈন, বৌদ্ধ এবং পার্সি সংখ্যালঘুদের বিরুদ্ধে কথা বলছেন।"
  • Link to this news (আজকাল)