• 'এক দেশ, এক ভোট' নিয়ে বিজেপিকে কটাক্ষ কংগ্রেসের
    আজকাল | ১৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এক দেশ এক ভোট নিয়ে এবার বিজেপিকে তোপ কংগ্রেসের। লোকসভা ভোটের আগে কেন এই বিষয়গুলি নিয়ে বিজেপি এতটা জোর দিচ্ছে তা নিয়ে এদিন সরব হয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, প্রধানমন্ত্রীর উদ্দেশ্য একেবারে পরিষ্কার। ৪০০ সিটের টার্গেট পূরণ করতে গিয়ে বিজেপি এখন সবকিছু করতে পারে। তিনভাগের মধ্যে দুভাগ আসন জেতাই বিজেপির প্রধান কাজ। আর এই কাজ করতে গিয়েই বিজেপির ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। বাবাসাহেব আম্বেদকরের সংবিধানকে অবহেলা করে এবার এক দেশ, এক ভোটের পক্ষে গলা ফাটাচ্ছে বিজেপি। প্রসঙ্গত, বৃহস্পতিবারই নরেন্দ্র মোদি সরকারের গড়া কমিটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দিয়েছে, ‘এক দেশ এক ভোট’ নীতি কার্যকর করার লক্ষ্যে। বৃহস্পতিবার ওই কমিটির প্রধান তথা প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর হাতে আট খণ্ডে বিভক্ত ১৮ হাজার পাতার রিপোর্ট তুলে দিয়েছেন।
  • Link to this news (আজকাল)