• লোকসভা নির্বাচনে ৮ আসনে ‌লড়বে আইএসএফ
    আজকাল | ১৫ মার্চ ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ লোকসভা নির্বাচনে ৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আইএসএফ। দলীয় বৈঠক শেষে জানানো হল জোট রাজনীতির স্বার্থ মেনেই এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার হুগলির ফুরফুরায় আইএসএফের রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলের কার্যকারী সভাপতি সামসুর রহমান জানিয়ে দেন, জোট রাজনীতির স্বার্থে আসন্ন নির্বাচনে ৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বামফ্রন্টকে জানানো হয়েছে। সেই আসনগুলি হল উত্তর চব্বিশ পরগনার বারাসত এবং বসিরহাট। দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর ও যাদবপুর কেন্দ্র। হাওড়া জেলার উলুবেড়িয়া, হুগলি জেলার শ্রীরামপুর, মালদা জেলার মালদা দক্ষিণ কেন্দ্র, মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ কেন্দ্রে আইএসএফ প্রতিদ্বন্দ্বিতা করবে। একইসঙ্গে আইএসএফের তরফে আরও জানানো হয়েছে, যাদবপুর কেন্দ্রে যদি বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রার্থী হন সেক্ষেত্রে ওই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে তারা বিরত থাকবে। সেক্ষেত্রে আবার বালুরঘাট, ঝাড়গ্রাম বা জয়নগর এর মধ্যে কোনও একটি আসনে তাদের প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবে। সামসুর রহমান আরও জানিয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পার্টি চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী নিজেই প্রতিদ্বন্ধিতা করার ইচ্ছাপ্রকাশ করেছেন। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আগামী কয়েক দিনের মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে।ছবি:‌ পার্থ রাহা
  • Link to this news (আজকাল)