• ১৪ জন নতুন প্রার্থী নিয়ে প্রথম পর্বে ১৬ জনের নামের তালিকা প্রকাশ করল বামফ্রন্ট ...
    আজকাল | ১৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে প্রথম দফায় ১৬ জন বাম প্রার্থীদের নাম ঘোষণা করল বামফ্রন্ট। বৃহস্পতিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এই প্রার্থীদের নাম ঘোষণা করেন। এই ১৬ জনের মধ্যে ১৪ জন নতুন প্রার্থী বলে জানিয়েছেন তিনি। প্রথম পর্বের এই তালিকায় চারজন মহিলা প্রার্থী আছেন। তালিকা অনুযায়ী দমদম লোকসভা কেন্দ্র থেকে এবছরের বাম প্রার্থী ড. সুজন চক্রবর্তী। যাদবপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন সিপিএমের তরুণ প্রজন্মের নেতা শ্রীজন ভট্টাচার্য। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন দীপ্সিতা ধর। কলকাতা দক্ষিণ কেন্দ্রে বাম প্রার্থী সায়রা শাহ হালিম, আসানসোল থেকে ভোটে লড়বেন জাহানারা খান, হুগলিতে প্রার্থী হয়েছেন মনোদীপ ঘোষ, কৃষ্ণনগর থেকে লড়ছেন এস এম সাদি এবং হাওড়া থেকে লড়বেন সব্যসাচী চ্যাটার্জি। এছাড়াও জলপাইগুড়ি থেকে এবার বামেদের হয়ে লড়বেন দেবরাজ বর্মন, বর্ধমান পূর্বে নীরব খাঁ, বাঁকুড়ায় নীলাঞ্জন দাশগুপ্ত, বিষ্ণুপুরে শীতল কৈবর্ত, তমলুকে সায়ন ব্যানার্জি ও মেদিনীপুরে সিপিআইয়ের বিপ্লব ভট্ট। বালুরঘাট থেকে লড়বেন আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত এবং কোচবিহার থেকে বামেদের হয়ে লড়বেন ফরোয়ার্ড ব্লকের নীতিশচন্দ্র রায়। তবে কি এবছরের নির্বাচনে বাম-কংগ্রেস জোট হচ্ছে না? উত্তরে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার দরজাটা খোলাই আছে। তবে এবিষয়ে কংগ্রেসকে এগিয়ে আসতে হবে।
  • Link to this news (আজকাল)