• প্রয়াত সাফজয়ী রাজিয়া, মা হওয়ার পরেই নিভল জীবনশিখা! ২৩ বছরেই না ফেরার দেশে
    ২৪ ঘন্টা | ১৫ মার্চ ২০২৪
  • জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে নেমে এল শোকের ছায়া! পদ্মাপারের অসাধারণ ফুটবলার রাজিয়া খাতুন আর নেই। বৃহস্পতিবার অর্থাৎ আজ ভোর চারটের সময়ে নেভে রাজিয়ার জীবনশিখা! সন্তান জন্ম দেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্য়ু ২৩ বছরের সাফজয়ী তারকা ফুটবলারের।রাজিয়ার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গতকাল রাত সাড়ে দশটার দিকে রাজিয়া সাতক্ষীরার কালীগঞ্জ থানার মৌতলা ইউনিয়নে নিজের বাড়িতে পুত্রসন্তানের জন্ম দেন। এরপরেই কিছু জটিলতা হয় তাঁর। এরপর অ্য়াম্বুলেন্স ডাকা হয়েছিল। কিন্তু ততক্ষণে রাজিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সেই অ্য়াম্বুলেন্স ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এরপর আবার অ্যাম্বুলেন্স ডেকে রাজিয়াকে সাতক্ষীরার এক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।রাজিয়ার মৃত্যুতে শোকের সাগরে ডুবে গিয়েছেন সেদেশের মহিলা ফুটবল দলের প্রাক্তন কোচ গোলাম রব্বানি ছোটন। তিনি জানিয়েছেন, মর্মান্তি এই খবরে তিনি ভেঙে পড়েছেন। তাঁর মতে রাজিয়া অসাধারণ ফুটবলারের পাশাপাশি একজন দুর্দান্ত মানুষও ছিলেন।২০০১ সালের ২৫ জানুয়ারি রাজিয়ার জন্ম। বাংলাদেশের নারী ফুটবলের উত্থানের নেপথ্য়ের কারিগর তিনি। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ সাফজয়ী দলের সদস্য ছিলেন রাজিয়া। তাঁর মৃত্যুতে সেই দেশের ফুটবলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সমাজমাধ্য়মের পাতায় রাজিয়ার ফুটবল কেরিয়ারের সঙ্গে যুক্ত সকলেই শোকবার্তা জানিয়েছেন।

     
  • Link to this news (২৪ ঘন্টা)