• Petrol-Diesel prices: বিরাট সুখবর! দাম কমল পেট্রোল-ডিজেলের, কত হল কলকাতায়?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ মার্চ ২০২৪
  • Govt slashes petrol-diesel prices:

    এর আগে পেট্রোল-ডিজেলের দাম কমেছিল ২০২২ সালের ২২ মে। তখনও কেন্দ্রীয় সরকার জ্বালানির দামের ওপর থেকে শুল্ক কমানোয় দাম কমেছিল। তারপর থেকে এতদিন একই জায়গায় ছিল পেট্রোল এবং ডিজেলের দাম। কলকাতায় বৃহস্পতিবার পেট্রলের দাম ছিল লিটারপ্রতি ১০৬.৩ টাকা। আর, ডিজেলের দাম ছিল লিটারপ্রতি ৯২.৭৬ টাকা। দাম কমানোর পর শুক্রবার থেকে কলকাতায় পেট্রোলের দাম হবে লিটারপ্রতি ১০৪.০৩ টাকা। আর, ডিজেলের দাম হবে লিটারপ্রতি ৯০.৭৬ টাকা।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)