• Mousumi Chatterjee: কী এমন ঘটল, যে নিজেকে জয়ার থেকে ভাল জাহির করলেন মৌসুমি!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ মার্চ ২০২৪
  • Jaya-Mousumi:

    এই ছবিতে জয়া রিপ্লেস করেছিলেন মৌসুমিকে। তিনদিন ধরে শুট করেছিলাম। তখন, দেখেছিলাম কতটা ম্যানিপুলেশন ঘটে ফ্লোরে। গুলজারের সেক্রেটারিকে দেখেছিলাম কত কাণ্ড করতেন তিনি। সকাল থেকে রাত অবধি আমি উনার অফিসে থাকতাম। একদিন গুলজার সাহেব বললেন, আগামীকাল মাঝরাত থেকে তোমার শুটিং। আমার তখন্ন সদ্য বাচ্চা হয়েছে। বললাম, বাড়িতে বাচ্চা আছে। কিন্তু উনি, শুনলেন না। বললেন, আপনি জানেন এই রোলের জন্য কতজনকে অফার করা হয়েছিল? আমার মাথা গরম হয়, আমিও বলে দিলাম, তাহলে তাঁদের নিন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)