• পিছন থেকে মুখ্যমন্ত্রীকে ধাক্কা, জানাল মেডিক্যাল টিম
    আজকাল | ১৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নিজের বাড়িতেই ধাক্কা পিছন থেকে, তাতেই পড়ে গিয়ে চোট পান মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেকথাই জানিয়েছে মেডিক্যাল টিম। বৃহস্পতিবার সন্ধেয় আহত হন রাজ্যের মুখ্যমন্ত্রী। পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় বাড়িও ফিরে গিয়েছেন। তবে ঠিক কী ঘটেছিল, সেই বিষয়ে বিস্তারিত তথ্য হাতে আসেনি প্রথমে। স্বাভাবিক ভাবেই নজর ছিল মেডিক্যাল টিম কী বলে, সেদিকে। মুখ্যমন্ত্রীর চিকিৎসায় বিশিষ্ট চিকিৎসকদের মেডিক্যাল টিম তৈরি হয়েছিল। মেডিক্যাল টিমের বয়ান অনুযায়ী, তাঁর বাড়িতেই পিছন থেকে ধাক্কার কারণে পড়ে যান মুখ্যমন্ত্রী। পড়ে গিয়ে আঘাত পান তিনি। কপালে গভীর ক্ষত ছিল, আঘাত ছিল নাকেও। অনেকটা রক্তপাত ঘটেছিল। কপালে এবং নাকে সেলাই করা হয়েছে। ইসিজি, ইকো কার্ডিও গ্রাম, সিটি স্ক্যান সহ একাধিক পরীক্ষা হয়েছে। সঙ্গেই জানানো হয়েছে, শারীরিক পরিস্থিতির ওপর চিকিৎসকদের সর্বক্ষণের নজর রাখার জন্য, তাঁকে হাসপাতালে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি থাকতে রাজি হননি। বাড়ি ফিরে গিয়েছেন। তাঁর শারীরিক পরিস্থিতির ওপর নজর রাখা হবে, এবং চিকিৎসা চলবে। আগামিকাল পুনরায় তাঁর শারীরিক অবস্থার পরীক্ষা করা হবে।
  • Link to this news (আজকাল)