• নির্বাচনের আগেই বার বার বড় দুর্ঘটনার শিকার মমতা, কী বলছে অতীত?
    প্রতিদিন | ১৫ মার্চ ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণতান্ত্রিক দেশে নির্বাচন মানেই একেবারে যাকে রাজনীতির মেগা ইভেন্ট। তাকে ঘিরেই আবর্তিত হয় রাজনীতির ভবিষ্যৎ। নির্বাচনের অনেক আগে থেকেই নির্বাচনী উত্তাপে গা সেঁকে নেওয়া ভারতের মতো বৃহত্তম গণতান্ত্রিক দেশে দস্তুর। আর ভোটের চাল হিসেবে শাসক-বিরোধী সব পক্ষই কত কী-ই না করে থাকে! সেসব মাঝেমধ্যে বিতর্কও হয়ে ওঠে। তবে বিতর্কের কথা থাক। বরং ঘটনার কথায় আসা যাক। সাদা চোখে যা দেখা গেল সাম্প্রতিক অতীতে, তার মধ্যে অন্যতম একটি ঘটনা, ঠিক ভোটের আগে বাংলার মুখ্যমন্ত্রীর বার বার দুর্ঘটনার কবলে পড়া। কখনও কপ্টার, কখনও গাড়ি,কখনও আবার নিজের বাড়িতেই চোট-আঘাতে জর্জরিত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যেমনটা হল চব্বিশের লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha Polls) ঠিক আগে। সমাপতন বললে সমাপতন, তবে নির্বাচনী আবহে এমন দুর্ঘটনার ভিন্নতর গুরুত্ব থাকে বইকী।

    মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন দীর্ঘ সংগ্রামে পূর্ণ। যুব কংগ্রেসের নেত্রী হিসেবে ১৯৯৩ সালে মহাকরণ অভিযানে তৎকালীন বাম সরকারের অত্যাচার, পুলিশের মার সইতে হয়েছে তাঁকে। বার বার আন্দোলনে নেমে মার খাওয়াকে একপ্রকার অভ্যাসই করে নিয়েছিলেন তিনি। নিজের রাজনৈতিক সংগ্রামের কথা বলতে গিয়ে প্রায়শয়ই তাঁর মুখে শোনা যায় ? ?আমার সারা শরীরে আঘাত আছে। মানুষের পাশে থেকে এই রাজনীতি করতে গিয়ে।? বিরোধী নেত্রী হিসেবে নিজের স্বকীয়তার ছাপ রেখে এখন তিনি শাসন ক্ষমতার অলিন্দে। বাংলার তিনবারের মুখ্যমন্ত্রী। কিন্তু চোট-আঘাত যেন তবু তাঁর পিছু ছাড়ল না।

    ২০২১ সালের বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2021) নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেসময় মার্চ মাসে প্রচার করতে গিয়ে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারের কাছে গাড়ির ধাক্কায় তাঁর পা জখম হয়। গাড়িতে উঠতে গিয়ে সেবার পায়ে আঘাত পাওয়ায় তাঁর প্লাস্টার হয়। সেই প্লাস্টার নিয়ে হুইলচেয়ারে বসেই গোটা রাজ্যে প্রচার করেছিলেন তৃণমূল নেত্রী। দেখিয়ে দিয়েছিলেন নিজের মনের জোর। ফলাফল, একুশে রেকর্ড ভোটে জিতে তৃণমূলের (TMC) পুনরায় ক্ষমতায় ফেরা। তবে মুখ্যমন্ত্রীর এই দুর্ঘটনা নিয়ে বিরোধীদের মনে বিস্তর সংশয় ছিল। বিজেপি নেতারা তো ?নাটক? বলে লাগাতার আক্রমণ শানিয়েছেন। তার ফল, গেরুয়া শিবিরের একশো আসনও পেরতে না পারা। সে যাই হোক, ভোটের আগে দুর্ঘটনা এবং তাতে দমে না গিয়ে দ্বিগুণ উৎসাহে প্রচারই মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য রাজনীতিকদের থেকে পৃথক করে রেখেছে।

    ২০২৩ সালের পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) । তার আগে মুখ্যমন্ত্রী গিয়ে জলপাইগুড়িতে প্রচারে। সেখান থেকে কপ্টারে ফেরার সময় ঝাঁকুনিতে কোমরে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। কপ্টারের এই দুর্ঘটনা নিয়ে DGCA তদন্তও শুরু করে। তা এখনও বিচারাধীন। সেবারও বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হয়েছিল তৃণমূল সুপ্রিমোকে। বাড়িতে নিয়মিত ফিজিওথেরাপি, চিকিৎসা চলছিল। তার কয়েকমাস পর বিদেশে গিয়েও তিনি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। মর্নিং ওয়াকে বেরিয়ে হোঁচট খান। দেশে ফিরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করান।

    সম্প্রতি বর্ধমানে সরকারি অনুষ্ঠান থেকে ফেরার সময়ে মুখ্যমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সামনের দিক থেকে আসা দ্রুতগতির একটি গাড়ির সঙ্গে ধাক্কা এড়াতে গিয়ে ব্রেক কষার ফলে সামনের আসনে বসে থাকা মুখ্যমন্ত্রীর কপালে চোট লাগে। তবে তা সামান্যই ছিল। একটু বিশ্রামের পর মুখ্যমন্ত্রী গাড়িতে কলকাতায় ফিরে আসেন। আর বৃহস্পতিবার লোকসভা ভোটের আগে ( 2024 Lok Sabha Polls) তাঁর বড়সড় দুর্ঘটনা ঘটল। বাড়ির মধ্যে হাঁটতে গিয়ে পড়ে গেলেন। কপাল ফেটে রক্ত বেরল। সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হল। যদিও আপাতত মমতার শারীরিক অবস্থা স্থিতিশীল, তিনি বাড়িতে। তবে সংশয় তৈরি হচ্ছে খোদ এসএসকেএমের অধিকর্তার বয়ানেই। তাঁর মন্তব্য, পিছন থেকে ধাক্কার ফলে মুখ্যমন্ত্রী পড়ে যান। সবমিলিয়ে ফাঁড়া কাটছেই না। 
  • Link to this news (প্রতিদিন)