এই পরিস্থিতিতে শ্রেয়সের জন্য শুভ সংবাদ হল, আসন্ন আইপিএলে তিনি কেকেআরকে নেতৃত্ব দেবেন। আর, রঞ্জিতে বিদর্ভের বিরুদ্ধে শ্রেয়সের পারফরম্যান্স দেখে খুশি কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তিনি রঞ্জি ফাইনালে শ্রেয়সের নির্ভীক ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। একইসঙ্গে আশা প্রকাশ করেছেন, কেকেআর দলে পণ্ডিতের ভাবনার সঙ্গে শ্রেয়স এক্কেবারে মানাইসই হয়ে উঠবেন।