B S Yediyurappa: নাবালিকাকে যৌন নির্যাতন! মারাত্মক অভিযোগে ভোটের আগে চরম বিপাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ মার্চ ২০২৪
নাবালিকাকে যৌন নির্যাতনের মারাত্মক অভিযোগ। নাবালিকার অভিযোগের ভিত্তিতে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরপ্পার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
পুলিশ সূত্রের জানা গিয়েছে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে POCSO আইনের 8 নং ধারা এবং ভারতীয় দণ্ডবিধির 354 A ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরপ্পার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।