• ‌ লিটারপিছু ২ টাকা করে কমল পেট্রল, ডিজেলের দাম
    আজকাল | ১৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ১৫ মার্চ, শুক্রবার থেকে পেট্রল, ডিজেলের দাম লিটারপিছু ২ টাকা করে কমল। সকাল ৬টা থেকে নতুন দাম ধার্য হয়েছে। এক্স হ্যান্ডলে টুইট করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী লিখেছেন, ‘‌পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি ২ টাকা করে কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদিজি ফের প্রমাণ করেছেন ভারতের কোটি কোটি পরিবারের কল্যাণই তাঁর সবসময়ের লক্ষ্য।’‌ তিনি আরও লেখেন, ‘‌মোদির দূরদর্শী নেতৃত্বের কারণে বিশ্বজোড়া সঙ্কটের মধ্যেও দেশের কোনও পরিবার ক্ষতিগ্রস্ত হয়নি। বাড়ানোর বদলে গত আড়াই বছরে ভারতে পেট্রলের দাম কমেছে ৪.৬৫ শতাংশ।’‌ প্রসঙ্গত এর আগে ৮ মার্চ নারী দিবসের দিন রান্নার গ্যাসের দামও ১০০ টাকা কমিয়েছিল মোদি সরকার। আজ থেকে দিল্লিতে এক লিটার পেট্রলের দাম হল ৯৪.‌৭২ টাকা। ডিজেল মিলবে ৮৭.‌৬২ টাকায়। মুম্বইয়ে পেট্রলের দাম হল ১০৪.‌২১ টাকা। আর ডিজেল মিলবে ৯২.‌১৫ টাকায়। 
  • Link to this news (আজকাল)