• প্রতীক্ষার অবসান, আগামিকাল থেকে গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো...
    আজকাল | ১৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। মেট্রোরেল আগামিকাল থেকে তাদের নতুন তিনটি প্রকল্পের একাংশে যাত্রীদের জন্য বাণিজ্যিক ভাবে মেট্রো রেল পরিষেবা চালু করতে চলেছে। ইস্ট ওয়েস্ট করিডরের এসপ্ল্যানেড থেকে হুগলি নদীর নিচ দিয়ে নির্মিত দেশের গভীরতম মেট্রো স্টেশন হাওড়া ময়দান পর্যন্ত দুই প্রান্ত থেকে সকাল সাতটায় প্রথম এবং রাত পৌনে দশটায় শেষ ট্রেন ছাড়বে। এই পথে যদিও রবিবার কোনও ট্রেন চলবে না। অন্যদিকে কবি সুভাষথেকে হেমন্ত মুখোপাধ্যায় অংশে দুই দিক থেকেই সকাল ন"টায় প্রথম এবং বিকেল চারটে চল্লিশ মিনিটে শেষ মেট্রো ছাড়বে। এই অংশে শনি এবং রবিবার কোনও ট্রেন চালানো হবে না বলে জানানো হয়েছে। পাশাপাশি জোকা তারাতলা বিভাগে আগামীকাল থেকে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশে ট্রেন চলাচল শুরু হতে চলেছে। তিনটি বিভাগের যে কোনও স্টেশনে পৌঁছতে যাত্রীদের সুবিধায় ইন্টিগ্রেটেড টিকিটের সুবিধা রাখা হয়েছে।
  • Link to this news (আজকাল)