বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের,দক্ষিনবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির সম্ভাবনা...
২৪ ঘন্টা | ১৫ মার্চ ২০২৪
অয়ন ঘোষাল: মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উপকূল ও সংলগ্ন জেলায় বইবে ঝোড়ো হাওয়া। শুক্রবার শুধু উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার ও মঙ্গলবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া।সিস্টেম
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা। এটি ওড়িশার উপর দিয়ে গেছে। বিদর্ভ থেকে তামিলনাডু পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যে অক্ষরেখাটি তেলেঙ্গানার ওপর দিয়ে গেছে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে আসাম মধ্যপ্রদেশ কর্ণাটক এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। বিপরীত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে।
দক্ষিণবঙ্গ
মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। শনিবার ও মঙ্গলবারে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির পূর্বাভাস।বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের বৃষ্টির অল্প সম্ভাবনা শুক্রবার বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। বেশ কয়েকটি জেলায় শিলা বৃষ্টির পূর্বাভাস। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। এই ৬ জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলা কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার বৃষ্টি সামান্য কমলেও মঙ্গলবার আবার বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে কলকাতাতে ও।উত্তরবঙ্গ
আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া উত্তরে। আপাতত তাপমাত্রা বাড়বে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুই তাপমাত্রায় বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।কলকাতা
বাতাসে জলীয় বাষ্প বেশি হওয়ায় অস্বস্তি বাড়ছে। তৈরি হচ্ছে বজগর্ভ মেঘ। সপ্তাহান্তে শনি ও রবিবার এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা। সকালে কুয়াশা; পরে আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা আরো বাড়লো। কলকাতায় তাপমাত্রা
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯১ শতাংশ। ।ভিনরাজ্যে
দক্ষিণ ভারতের কেরল মাহে তামিলনাড়ু পন্ডিচেরি সহ বিভিন্ন রাজ্যের তাপমাত্রা বাড়বে আর তাপমাত্রা কমবে উড়িষ্যা এবং মধ্যপ্রদেশ ছত্রিশগড়ে।মধ্যভারত ও পূর্ব ভারতে বৃষ্টির পরিমাণ বাড়বে। ঝাড়খন্ড ও ওড়িশায় বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে ছত্রিশগড় বিদর্ভ সহ মধ্যপ্রদেশে। বৃষ্টির পূর্বাভাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত।