সেখানে তাঁর কপাল ও নাক মিলিয়ে মোট ৪টি সেলাই পড়ে। অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানোর পর চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছিলেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাড়ি ফিরতে আগ্রহী ছিলেন। আপাতত বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।