Hardik Pandya: চাঁদ থেকে এসেছেন হার্দিক, তাই আলাদা নিয়ম জয় শাহদের! বোমা ফাটালেন এবার প্রবীণ কুমার
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ মার্চ ২০২৪
Ranji Trophy 2024: শ্রেয়স আইয়ার, ঈশান কিষানের মতই শাস্তি কেন দেওয়া হল না হার্দিক পান্ডিয়াকে। তা নিয়েই এবার প্রশ্ন তুললেন জাতীয় দলের প্রাক্তন পেসার প্রবীণ কুমার। বিস্ফোরক ভঙ্গিতে স্পিডস্টার বিসিসিআইয়ের দ্বৈত নীতির সমালোচনা করেছেন।
কেন্দ্রীয় চুক্তির আগে বোর্ডের যে বৈঠক হয়, সেখানে পান্ডিয়ার এ গ্রেড-এ থাকা নিয়ে আলোচনা হয়। বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে চোট পাওয়ার পর হার্দিক সম্প্রতি ডিওয়াই পাতিল ক্রিকেট টুর্নামেন্টে প্রত্যাবর্তন ঘটিয়েছেন।