One Nation-One Vote: লোকসভা ভোটের পরেই ফের নির্বাচন, ‘এক দেশ, এক ভোট’ নিয়ে কী সুপারিশ কমিটির?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ মার্চ ২০২৪
Kovind committee report:
প্রস্তাবিত ধারা ৮২এ(৩) অনুযায়ী নির্বাচন কমিশনকে, সংসদ এবং বিধানসভা নির্বাচন একযোগে আয়োজন করতে হবে। যদি নির্বাচন কমিশন মনে করে যে, লোকসভার সঙ্গে কোনও বিধানসভার নির্বাচন একযোগে আয়োজন করা যাবে না, তবে কমিশন সেটা রাষ্ট্রপতিকে জানাবে। ধারা ৮২এ(৪) অনুযায়ী, রাষ্ট্রপতি আদেশের মাধ্যমে ঘোষণা করবেন যে সেই বিধানসভার নির্বাচন পরবর্তী কোন তারিখে হবে।