• IPL 2024: IPL ত্যাগ করা বিদেশি ঠিক লিগ শুরুর আগেই ভারতে! চরম জল্পনা ১৫০ কিমির স্পিডস্টারকে ঘিরে
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ মার্চ ২০২৪
  • Indian Premiere League 2024: আইপিএল খেলবেন না বলে আগেই ঘোষণা করে দিয়েছিলেন। তবে সেই জোফ্রা আর্চারকে ঠিক আইপিএলের আগেই দেখা গেল ভারতে। ঘুরতে নয়। বরং অনুশীলন মাঠে বল হাতে রীতিমতো আগুন ঝরাতে দেখা গেল ইংরেজ পেসারকে।

    জুনে ক্যারিবিয়ান এবং মার্কিন মুলুকে বসছে টি২০ ওয়ার্ল্ড কাপের আসর। যেই ইভেন্টে পুরোপুরি ফিট হয়েই আর্চার নামবেন, এমনটাই আশা করছে ইংল্যান্ড শিবির।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)