তবে, এখন তাঁকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। ভাল আছেন তিনি। এই বয়সেও তিনি যা কাজ করছেন তাতে প্রশংসা করতে হয়। সুত্রের খবর, প্রথম থেকেই তাঁর অসুস্থতা গোপন রাখা হয়েছিল। এর আগেও গতবছর বেশ অসুস্থ ছিলেন তিনি। একবার আহত হন শুটিং করতে গিয়ে। তাঁর আগেও একবার কবজিতে তাঁর অস্ত্রোপচার হয়। সবমিলিয়ে হাসপাতালে যাতায়াত তাঁর লেগেই থাকে।