Electoral bonds data: ৫ বছরে নির্বাচনী বন্ড থেকেই ১৬০০ কোটিরও বেশি ঘরে তুলে সেকেন্ড TMC, প্রথম কে?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ মার্চ ২০২৪
TMC income through electoral bonds:
২০২১ সালের অক্টোবরে মোট ১৪১.৯২ কোটি টাকা এবং ২০২২-এর জানুয়ারিতে ২২৪ কোটি টাকা ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে সংগ্রহ করে তৃণমূল। এপ্রিল ২০২২-এ তৃণমূল ১৮ কোটি আয় করে নির্বাচনী বন্ডের মাধ্যমে। জুলাই ২০২২-এ সেটা বেড়ে দাঁড়ায় ৬৬.৫ কোটি টাকায়। ২০২২ সালের অক্টোবরে তৃণমূল নির্বাচনী বন্ডের মাধ্যমে মোট ১৪৩ কোটি টাকা আয় করে।