এদিকে নিজের বাড়িতে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কোনও ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তদন্তের নির্দেশ দিয়েছেন বলে সূত্রর খবর।