• আইপিএলের প্রাক্কালে আবার ধাক্কা সৌরভের দলে, ছিটকে গেলেন তারকা পেসার...
    আজকাল | ১৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শুরুর ঠিক আগে বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটলস। চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন লুঙ্গি এনগিডি‌। তাঁর পরিবর্তে নেওয়া হল অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জেক ফ্রেজার ম্যাকগুর্ককে। বেস প্রাইজ ৫০ লক্ষতে দিল্লিতে যোগ দেন তিনি। আইপিএলের বিবৃতিতে বলা হয়েছে, "আসন্ন আইপিএলের জন্য লুঙ্গি এনগিডি‌র পরিবর্ত হিসেবে অলরাউন্ডার জেক ফ্রেজার ম্যাকগুর্কের নাম ঘোষণা করা হয়েছে। চোটের জন্য এবারের আইপিএল থেকে ছিটকে গেলেন এনগিডি। ১৪ আইপিএল ম্যাচ খেলে ২৫ উইকেট ছিল তাঁর। জেক অস্ট্রেলিয়ার হয়ে মাত্র দুটো একদিনের ম্যাচ খেলেছেন। বেস প্রাইজ ৫০ লক্ষতে দিল্লিতে যোগ দেন তিনি।" হ্যারি ব্রুকের পর এনগিডির ছিটকে যাওয়া বড় ধাক্কা। জানুয়ারিতে ভারতের বিরুদ্ধে খেলার সময়ই বাঁ পায়ের পাতায় চোট পান প্রোটিয়া পেসার। তারপর থেকে আর মাঠে ফিরতে পারেননি। এখনও চোট সারেনি। তাই মাঠে ফিরতে আরও কিছুটা সময় লাগবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবে হাতেখড়ি হলেও জেক মারকুটে ব্যাটার। এটাই কাজে লাগাতে চাইছে দিল্লি। গতবছর ১০ পয়েন্ট নিয়ে ন"নম্বরে শেষ করেছিল দিল্লি। কিন্তু এবার ঋষভ পন্থের প্রত্যাবর্তনে ভাল জায়গায় শেষ করতে চাইবে সৌরভ, পন্টিংয়ের দল। তবে শুরুতে উইকেটকিপিং করতে দেখা যাবে না তাঁকে। তাসত্ত্বেও পন্থকে প্রথম ম্যাচ থেকেই খেলতে চাইছে দিল্লি ম্যানেজমেন্ট। চেন্নাই-ব্যাঙ্গালোর ম্যাচ দিয়ে ২২ মার্চ আইপিএলের ঢাকে কাঠি পড়বে। পরের দিনই পাঞ্জাবের বিরুদ্ধে খেলবে দিল্লি। 
  • Link to this news (আজকাল)