• বেঙ্গালুরুতে তীব্র জলের হাহাকার
    আজকাল | ১৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : বেঙ্গালুরু এখন জলের দিকে তাকিয়ে। বাড়িতে খাবার তৈরি করার পরিবর্তে তাঁরা এখন রেস্তোরাঁ থেকে খাবার কিনে খাচ্ছেন। এছাড়া তাঁরা পালা করে বিকল্প দিনে স্নান করছেন। এমনকি শৌচালয় ব্যবহার করার ক্ষেত্রে তাঁরা শপিং মলগুলিকে ব্যবহার করছেন। বাসন মাজা না করে তাঁরা রেডিমেড বাসন নিয়ে কাজ চালাচ্ছেন। করোনা কালের মত করে বিভিন্ন শিখাপ্রতিষ্ঠান অনলাইন ক্লাস করানোর দিকে জোর দিয়েছেন। সেখানকার বাসিন্দারা জানিয়েছেন গরমের মধ্যে জলের এই সমস্যা তাঁদের অনেক বেশি নাজেহাল করেছে। লোকসভা ভোটের আগে জলের এই ইস্যুকে নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি শিবিরের অভিযোগ কংগ্রেস বহুদিন ধরে এই বিষয়ে গড়িমসি করে এখন ভোটের বাজার গরম করতে চাইছে। অন্যদিকে কংগ্রেসের দাবি বিজেপি এটা নিয়ে যতই রাজনীতি করার চেষ্টা করুক না কেন মানুষ তাঁদের পাশে আছে।
  • Link to this news (আজকাল)