• ড্রোনের মোকাবিলা করবে ঈগল
    আজকাল | ১৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : বিদেশী চিন্তাভাবনা এবার ভারতে। নেদারল্যান্ডস এবং ফ্রান্স যেভাবে বিপক্ষের ড্রোনের মোকাবিলা করে সেটাই এবার ভারতের মাটিতে। তেলেঙ্গানা পুলিশ ৩ টি ঈগলকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছে। আকাশে ড্রোন দেখলেই এই ঈগলগুলি সেগুলিকে কব্জা করে মাটিতে নামিয়ে আনবে। তেলেঙ্গানা পুলিশের শীর্ষকর্তারা এদিন ঈগল গুলিকে পরীক্ষা করে দেখেন। যদি এই প্রচেষ্টা সফল হয় তবে তা হবে দেশের মধ্যে প্রথম। প্রসঙ্গত ২০২১ সাল থেকে ভারত পাকিস্তান সীমান্তে ড্রোনের আনাগোনা বেড়েছে। ড্রোন করে মাদক, অস্ত্র ভারতে পাঠায় পাকিস্তান। সীমান্ত পারের এই ড্রোন রুখতে এই পদক্ষেপ নিল ভারত।
  • Link to this news (আজকাল)