• তাপপ্রবাহের সতর্কতা কর্ণাটক, অন্ধ্রপ্রদেশে
    আজকাল | ১৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে তাপপ্রবাহের সতর্কতা দিল আইএমডি। তারা জানিয়েছে এবারে এই দুটি জায়গায় তাপমাত্রা অনেকটাই বেশি হবে। গরমের শুরুতে যেখানে ৩৬ ডিগ্রি তাপমাত্রা রয়েছে সেখানে আগামীদিনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে যাবে। ২০২৩ সালের তাপমাত্রা যেখানে ৪০ ডিগ্রির বেশি ছিল এবারে তা আরও বৃদ্ধি পাবে। ইতিমধ্যে বিভিন্ন স্কুলগুলিতে অর্ধদিবস ঘোষণা করে দেওয়া হয়েছে। স্কুলপড়ুয়াদের যাতে গরমে কষ্ট না হয় সেজন্য আগে থেকে তৈরি শিক্ষা দপ্তর। এমনকি মিডডে মিলের সময় এগিয়ে নিয়ে এসে দুপুর ১২ টা ৪০ মিনিট করা হবে বলেও ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বলা হয়েছে তারা যেন গরম থেকে বাঁচতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেন। বেশি করে জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সকলকে।
  • Link to this news (আজকাল)