• জম্মুতে ‌শহিদ মুর্শিদাবাদের বাসিন্দা বিএসএফ জওয়ান
    আজকাল | ১৫ মার্চ ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ জম্মুতে শহিদ মুর্শিদাবাদের বাসিন্দা বিএসএফ জওয়ান। শহিদ জওয়ানের নাম সাদ্দাম শেখ (২৬)। বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার বহুতালী গ্রামে। শুক্রবার রাতে শ্রীনগর থেকে কলকাতা বিমানবন্দরে তার মরদেহ আসবে। শনিবার সকালে দেহ মুর্শিদাবাদে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। পরিবার সূত্রে জানা গেছে, সুতির বহুতালী হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করেছিলেন সাদ্দাম। ২০২২ সালে বিএসএফে যোগ দেন তিনি। প্রথমে মণিপুরে তাঁর এক বছর প্রশিক্ষণ চলে। তারপর জম্মু–কাশ্মীরে ৪২৫ ব্যাটেলিয়নে সাদ্দামের স্থায়ী পোস্টিং হয়। সাদ্দামের বাবা আগেই মারা গেছেন। বাড়িতে আছে মা ও ছোট ভাই। দুই বোন বিবাহিত। পরিবারের হাল ধরতে বিএসএফে চাকরি নিয়েছিল সাদ্দাম। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিএসএফের তরফে জানানো হয় জম্মুর সোপিয়ান জেলায় একটি পোস্টে ডিউটি করার সময় সাদ্দাম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। পরিবারের ধারণা পাক জঙ্গীদের গুলিতে শহিদ হয়েছে সাদ্দাম। এদিকে, সাদ্দামের মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই শোকে ভেঙে পড়ে গোটা পরিবার। সুতির তৃণমূল বিধায়ক ইমানী বিশ্বাস বলেন, ‘‌এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিল সাদ্দাম। ওঁর পরিবারের পাশে থাকব আমরা।’‌ 
  • Link to this news (আজকাল)