• দশম শ্রেণির পরীক্ষার শংসাপত্রে এবার নম্বরের বদলে গ্রেডিং, সিদ্ধান্ত মণিপুর সরকারের
    দৈনিক স্টেটসম্যান | ১৫ মার্চ ২০২৪
  • ইম্ফল, ১৫ মার্চ? হিংসাবিধ্বস্ত মণিপুরের বিজেপি সরকারের বড় সিদ্ধান্ত৷ এবার থেকে আর কোনও নম্বর পাবেন না দশম শ্রেণিতে উত্তীর্ণ পরীক্ষার্থিরা৷ নম্বরের বদলে পরীক্ষার শংসাপত্রে দেওয়া হবে গ্রেডিং৷ নম্বরের সঙ্গে পড়ুয়ারা কোন বিভাগে পাশ করেছেন, তার কোনও উল্লেখও থাকবে না, শুধুমাত্র একটি গ্রেড দিয়ে তাদের যোগ্যতা চিহ্নিত করা হবে৷
    মুখ্যমন্ত্রী বীরেন সিংহের সরকারের শিক্ষা দফতরের যুগ্মসচিব এলংবাম সনিয়া বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ‘এ বছর থেকেই আমরা গ্রেডিং পদ্ধতি চালু করতে চলেছি৷ যে ছাত্রছাত্রীরা দশম শ্রেণির পরীক্ষায় পাশ করবেন, তাঁদের ‘স্কুল লিভিং সার্টিফিকেটে’ নতুন গ্রেডিং পদ্ধতি থাকবে৷’
    এলংবাম জানিয়েছেন, নতুন গ্রেডিং পদ্ধতিতে কোনও নির্দিষ্ট বিষয়ে নম্বর, মোট নম্বর থাকবে না শংসাপত্রে৷ ‘প্রথম’ বা ‘দ্বিতীয়’ বিভাগের উল্লেখ থাকবে না৷ শুধু মাত্র পড়ুয়া ‘পাশ’ না কি ‘ফেল’ তার উল্লেখ থাকবে৷ তিনি বলেন, ‘৯১ থেকে ১০০ নম্বর পাওয়া শিক্ষার্থীদের এ-১ এবং ৮১ থেকে ৯০ নম্বর পাওয়াদের জন্য এ-২ গ্রেড করা হবে৷ ২১ থেকে ৩০ নম্বরের জন্য ই-১ দেওয়া হবে এবং তার কম নম্বর পাওয়া পরীক্ষার্থীদের ই-২ গ্রেডের সঙ্গে ‘ফেল’ বলে চিহ্নিত করা হবে শংসাপত্রে৷’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)