• ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক লকেট! আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ডেপুটি মেয়রের
    ২৪ ঘন্টা | ১৫ মার্চ ২০২৪
  • বিধান সরকার: শিয়রে লোকসভা নির্বাচন। হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তবে এদিন প্রচারে এসে রাজ্যের শাসক দলের মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি সাংসদ। এদিন ভদ্রেশ্বরে প্রচারে গিয়ে লকেট বলেন, 'এখানে চন্দননগর বিধানসভার গায়ক আছে, বিধায়ক না গায়ক। উনি তৃণমূল গায়ক মঞ্চে মঞ্চে গান গেয়ে বেড়াচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আনন্দ দিয়ে বেড়ান। উনি দুর্নীতি করে বেড়ান কাজ করেন না।'

    লকেটের অভিযোগের জবাবে চন্দননগর পৌরনীগমের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল বলেন, লকেট চট্টোপাধ্যায় পাঁচ বছর কোথায় ছিলেন। উনি যে অভিযোগ তুলছেন এটা থেকে পরিষ্কার সিবিআই-ইডি ওনাদের হাতেই আছে। ভারতীয় জনতা পার্টি একটা কেন্দ্রীয় সংস্থাকে যথেচ্ছভাবে ব্যবহার করে সেটা লকেটের কথা থেকেই পরিষ্কার হয়ে গেছে। উনি ইন্দ্রনীল সেনের বাড়ির প্রসঙ্গে কথা তুলেছেন, বাড়ির সবার আছে কেউ রেল স্টেশনে থাকেনা।২০১৬ সালে এবং ২০২১ সালে যে নির্বাচনী লড়াইয়ের  হলফ নামায় যে তথ্য আছে সেখান থেকেই পরিষ্কার হিসেব পাওয়া যাবে চন্দননগর বিধায়কের। উনি যেভাবে আমাদের বিরুদ্ধে বলছেন অবশ্যই দলের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেব। তাহলে কি মন্ত্রীর বিরুদ্ধে নাম না করে সরাসরি দুর্নীতির অভিযোগ করছেন সাংসদ? উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। 
  • Link to this news (২৪ ঘন্টা)