RCB: ব্যাঙ্গালোর নামে কোনও দলই থাকছে না IPL-এ! বেনজির ঘোষণার পথে কোহলিদের ফ্র্যাঞ্চাইজি
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৬ মার্চ ২০২৪
The Royal Challengers Bangalore:
আর, এবার ফ্র্যাঞ্চাইজির পোস্ট করা ভিডিওয়, কন্নড় অভিনেতা-পরিচালক ঋষভ শেট্টিকে দেখা গিয়েছে। তাঁর সামনে তিনটি ষাঁড়ের গায়ে ঝোলানো তিনটি লাল গালিচার একটিতে লেখা রয়্যাল, দ্বিতীয়টিতে লেখা চ্যালেঞ্জার্স। আর, তৃতীয়টির গায়ে লেখা ব্যাঙ্গালোর। ভিডিওতে দেখা গিয়েছে, তার মধ্যে ব্যাঙ্গালোর লেখা ষাঁড়টিকে সরিয়ে দেন ঋষভ। যা দেখেই বিশেষজ্ঞদের ধারণ, সেখানে জায়গা পেতে চলেছে বেঙ্গালুরু লেখাটি। কারণ, ২০১৪ সালেই কর্ণাটক সরকার ব্যাঙ্গালোর শহরের নাম বদলে দিয়ে বেঙ্গালুরু করেছে।