এই পরিস্থিতিতে মুম্বইয়ের শিবিরে যোগ দেওয়ার আগে ঈশানকে দেখা গিয়েছে, দলের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে অনুশীলন করতে। এবারই রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। যা নিয়ে নেহাত কম জলঘোলা হয়নি। এবার মুম্বই টিমে মালিঙ্গা ছাড়াও আরও দুই শ্রীলঙ্কান আছেন। তাঁরা হলেন- নুয়ান থুশারা এবং বাঁহাতি পেসার দিলশান মধুশঙ্কা। কয়েক মাস আগের একদিনের বিশ্বকাপে তাঁদের দেখা গিয়েছে। এই দুই খেলোয়াড়ই শুধু নন। টিমের অন্যান্য জুনিয়রদের কাছেও মালিঙ্গা জনপ্রিয়। আর, সেই কারণেই ঈশানকে নির্বিবাদে মালিঙ্গার বোলিং অ্যাকশন আর চুলের স্টাইল নকল করতে দেখা গেল বলেই দাবি মুম্বই ফ্র্যাঞ্চাইজির আধিকারিকদের।