• আইপিএলের আগে নাম পরিবর্তন হতে পারে কোহলির দলের
    আজকাল | ১৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : দামামা বেজে গিয়েছে। শুধু টুর্নামেন্ট শুরুর অপেক্ষা। চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ দিয়ে আইপিএলের ঢাকে কাঠি পড়বে। কিন্তু আইপিএল শুরুর ছ"দিন আগে বদলে যেতে পারে বিরাট কোহলির দলের নাম। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় তেমনই ইঙ্গিত দিয়েছে আরসিবি। একটি ভিডিও শেয়ার করা হয়েছে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে, সেখানে "ব্যাঙ্গালোর" সরিয়ে ফেলতে চাইছে তাঁরা। বেশ কয়েক বছর হল শহরের নাম বদলে "বেঙ্গালুরু" হয়েছে। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নতুন নামই রাখতে চাইছে আরসিবি কর্তৃপক্ষ। শহরের নাম বদলে যাওয়া সত্ত্বেও প্রথম আইপিএল থেকেই ফ্র্যাঞ্চাইজির নাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রয়েছে। ২০১৪ সালে বদল হয় শহরের নামে। কিন্তু নাম বদলের কথা ভাবেনি ফ্র্যাঞ্চাইজি। তবে আইপিএলের ১৭তম সংস্করণের আগে নাম বদলে ফেলতে চাইছে আরসিবি। নাম পরিবর্তনের পেছনে আরও একটি কারণ রয়েছে। আইপিএলের ১৬ বছরের ইতিহাসে এখনও একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি কোহলিরা। এবার নাম পরিবর্তন করে ভাগ্য বদলাতে চাইছেন কর্তারা। যদিও এর অতীত উদাহরণ খুন একটা আশা জাগাতে পারবে না। এর আগে পাঞ্জাব, দিল্লি নাম পরিবর্তন করেছে। কিন্তু তাতে বদলায়নি ভাগ্য। এখনও আইপিএল জিততে পারেনি এই দুই ফ্র্যাঞ্চাইজি। 
  • Link to this news (আজকাল)