• পাঁশকুড়া বনমালী কলেজের সমাবর্তন
    আজকাল | ১৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান পাঁশকুড়া বনমালী কলেজ (স্বশাসিত)। এই কলেজের প্রতিষ্ঠা হয়েছিল ১৯৬০ সালে। ১৪ মার্চ, বৃহস্পতিবার ছিল ওই কলেজের সমাবর্তন। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর সুশান্ত কুমার চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইএসইআর (কলকাতা)-র অধ্যাপক ডক্টর নারায়ণ ব্যানার্জি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালন সমিতির চেয়ারম্যান রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর সব্যসাচী বসু রায়চৌধুরী। অনুষ্ঠান শুরু হয় সকাল ১১তায়। উল্লেখ্য, আগেই জানা গিয়েছিল, সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রায় ১ হাজার ৯০০ ছাত্রছাত্রী নাম নথিভুক্ত করেছেন।   বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে পাঁশকুড়া বনমালী কলেজকে স্বশাসিত অর্থাৎ অটোনোমাস -এর মর্যাদা দেয়। টিচার্স ট্রেনিং সহ বর্তমানে এই কলেজে ২৫ টি বিষয় পড়ানো হয় এবং ৮ টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স করার সুযোগ আছে।
  • Link to this news (আজকাল)