• আই টির নারীদের সাফল্যের মন্ত্র
    আজকাল | ১৬ মার্চ ২০২৪
  • রিয়া পাত্র পিঙ্ক আইটি, থার্ড এডিশন। আয়োজনে বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। যাদের মূল লক্ষ্য তথ্য প্রযুক্তি ক্ষেত্রের মহিলাদের জন্য নতুন দিগন্ত খুলে দেওয়া। এই ক্ষেত্রে কর্মরত এবং মহিলা উদ্যোক্তাদের আরও বেশি করে নেতৃত্ব দেওয়ার উদ্বুদ্ধ করতে চায় তারা। বিসিসিআই মনে করে, তথ্য প্রযুক্তি ক্ষেত্র এমন একটি ক্ষেত্র, যেখানে মহিলাদের যোগদান অনেক বেশি। তুলনায় নেতৃত্ব দেওয়ার পরিমাণ কিছুটা কম। তাঁদের মধ্যে "লিডারশিপ কোয়ালিটি" তৈরি নিয়েই এই আলোচনার আয়োজন। ১৪ মার্চএই বিশেষ অনুষ্ঠানে মীনাল ভগত, সুমিতা মহান্তি, অমৃতা চৌধুরী, বিবেক জালান, পুষ্পলতা এম এস সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তাঁরা সফল, কেউ বা চাকরি ছেড়ে নিজে উদ্যোগ নিয়েছেন কিছু করার, সেখানে কাজের সুযোগ পেয়েছন আরও বহু মানুষ। এদিন তাঁদের সফলতার মন্ত্রই সকলের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। প্রশ্ন-উত্তরের মাধ্যমে বোঝানো হল, যে কোনও পরিস্থিতিতে তাঁরা কীভাবেই বা গ্রহণ করবেন নতুন চ্যালেঞ্জ, আর কীভাবেই বা ঘুরে দাঁড়াবেন ।
  • Link to this news (আজকাল)