শেষ আটে ধুন্ধুমার মহাসংগ্রাম, লন্ডনের রাস্তায় লড়াইয়ে কারা'
২৪ ঘন্টা | ১৬ মার্চ ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতীক্ষার অবসান। চলে এল উয়েফা চ্য়াম্পিয়ন্স লিগের শেষ আটের ড্র (UCL Quarterfinal Draw 2023-24)। শুক্রবার বিকালে কোয়ার্টার-ফাইনাল ড্র অনুষ্ঠিত হয়ে গেল সুইৎজারল্য়ান্ডের নিয়নে।
শেষ আটে পেপ গুয়ার্দিওলার ম্য়াঞ্চেস্টার সিটি সবচেয়ে কঠিন পরীক্ষায় বসতে চলেছে। তাদের মুখোমুখি কার্লো অ্য়ানসেলোত্তির রিয়াল মাদ্রিদ। যারা ১৪ বার জিতেছে এই ট্রফি। এই নিয়ে টানা তৃতীয়বার নকআউটে বিশ্বের সেরা দুই ফুটবল দল। চার বছর পর শেষ আটে ওঠা বার্সেলোনার সামনে পিএসজিকে। অন্য়দিকে অ্য়াটলেটিকো মাদ্রিদ খেলবে বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে। ছ'বারের ইউরোপ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সামনে ১৪ বছর পর লিগের শেষ আটে ওঠা আর্সেনাল।রিয়াল-সিটির মধ্যে জয়ী দল সেমিতে খেলবে বায়ার্ন অথবা আর্সেনালের বিরুদ্ধে। বার্সেলোনা-পিএসজির মধ্যে জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে অ্য়াটলেটিকো অথবা ডর্টমুন্ডের মুখোমুখি হবে। শেষ আটের প্রথম লেগ হবে ৯ ও ১০ এপ্রিল। ফিরতি লেগ ১৬ ও ১৭ এপ্রিল। শেষ চারের প্রথম লেগ ৩০ এপ্রিল ও ১ মে, দ্বিতীয় লেগ হবে ৭ ও ৮ মে। আর মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে ১ জুন, ভেন্য়ু ঐতিহাসিক লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম। শেষ আটে সবারই চোখ থাকবে রিয়াল-সিটির লড়াইয়ের দিকেই। কারণ সাম্প্রতিকে ইতিহাসে দুই হেভিওয়েটের লড়াই ছিল দেখার মতো।শেষ আটে মুখোমুখি হচ্ছে:আর্সেনাল-বায়ার্ন মিউনিখঅ্যাটলেটিকো মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ডরিয়াল মাদ্রিদ-ম্যাঞ্চেস্টার সিটিবার্সেলোনা-পিএসজি