• আবগারি মামলায় ইডি-র হাতে গ্রেফতার কেসিআর-কন্যা কবিতা
    ২৪ ঘন্টা | ১৬ মার্চ ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লির আবগারি নীতির ক্ষেত্রে একটি বড় ঘটনা ঘটেছে শুক্রবারে। বিআরএস নেতা কে কবিতাকে হায়দরাবাদে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছে এবং তাকে দিল্লিতে নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে।

    কেন্দ্রীয় এজেন্সি তার বাড়িতে অভিযান চালানোর কয়েক ঘন্টা পরে তাঁকে গ্রেফতার করা হয়। লোকসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এবং তেলঙ্গানায় কংগ্রেস সরকার ১০০ দিন পূর্ণ করার দিনে এই ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুক্রবার সন্ধ্যায় হায়দ্রাবাদ শহরতলী মালকাজগিরিতে একটি রোড শো করার কথা রয়েছে।কে কবিতা তেলঙ্গানার আইন পরিষদের (এমএলসি) সদস্য এবং ভারত রাষ্ট্র সমিতির প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর কন্যা।একটি ভিডিয়োতে, তার ভাই এবং তেলঙ্গানার প্রাক্তন মন্ত্রী কেটি রামা রাওকে পরিবারের সদস্যরা কীভাবে বাড়িতে প্রবেশ করেছে তা জিজ্ঞাসা করার পরে ইডি কর্মকর্তাদের মুখোমুখি হতে দেখা যায়।ক্যামেরার সামনে কথা বলার সময়, তিনি এজেন্সির একজন কর্মকর্তার নাম উল্লেখ করেন। একটি নথি তুলে ধরে তিনি বলেন, ‘অনুসন্ধান শেষ হয়েছে এবং গ্রেফতারি পরোয়ানা তৈরি করা হয়েছে, এবং এখন সে বলেছে পরিবার আসতে পারবে না। তিনি আরও বলেন যে তার কোনও ট্রানজিট ওয়ারেন্ট নেই। তিনি ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে পারবেন না তবে তিনি মামলা করতে চান’। 
  • Link to this news (২৪ ঘন্টা)