• K Kavitha arrested: তল্লাশির নামে ব্যাপক টানাপোড়েন, ইডির হাতে গ্রেফতার তৃণমূলের বন্ধুদলের অন্যতম শীর্ষনেত্রী
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৬ মার্চ ২০২৪
  • K Kavitha arrested by ED in Delhi excise case:

    আইটি এবং ইডি অতীতে কবিতাকে তাঁর বক্তব্য রেকর্ড করার জন্য তাঁদের সামনে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দিয়েছিল। কিন্তু, সেই নোটিশের বিরুদ্ধে কবিতা সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। আর, আইটি এবং ইডির আধিকারিকদের সামনে উপস্থিত হতে অস্বীকার করেছিলেন। ইডি তার চার্জশিটে অভিযোগ করেছে, কবিতা সেই ‘দক্ষিণী গ্রুপ’-এর অংশ, যারা বাতিল হওয়া দিল্লি আবগারি নীতিতে অযাচিত সুবিধা নিয়েছেন। বিনিময়ে আম আদমি পার্টির নেতাদের ১০০ কোটি টাকা কিকব্যাক দিয়েছেন। কবিতা অবশ্য ইডির অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, ইডির নোটিশ আসলে ‘মোদীর নোটিশ’।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)