• স্থিতিশীল মুখ্যমন্ত্রী, পরীক্ষা করে এলেন চিকিৎসকরা
    আজকাল | ১৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: স্থিতিশীল আছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার কালীঘাটে তাঁর বাড়িতে গিয়ে পরীক্ষা করে আসেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের একটি দল। দলে একজন নিউরো সার্জন এবং একজন হৃদরোগ বিশেষজ্ঞও ছিলেন বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, ব্যাথা আপাতত কম আছে মুখ্যমন্ত্রীর। সেইসঙ্গে রক্তচাপও নিয়ন্ত্রণে। এদিন সকালের পর বিকেলেও বেশ কিছুক্ষণ তাঁকে পরীক্ষা করে দেখেন চিকিৎসকরা। আপাতত মুখ্যমন্ত্রীকে তাঁরা বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে পড়ে যান মমতা। আঘাত লাগে তাঁর কপাল এবং নাকে। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সেখানে তাঁর কপাল এবং নাকে "স্টিচ" করেন চিকিৎসকরা। এসএসকেএম থেকে মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স-এ। সেখানে মুখ্যমন্ত্রীর মাথায় স্ক্যান করে দেখেন চিকিৎসকরা। চিকিৎসার পর মুখ্যমন্ত্রী বাড়ি চলে যান। সিদ্ধান্ত হয়, তাঁকে বাড়িতে গিয়েই পরীক্ষা করে আসবেন চিকিৎসকরা।
  • Link to this news (আজকাল)