• TMC Mp on CAA: ‘এটা আমাদের জন্য আরও ভালো হল’, CAA নিয়ে তৃণমূল সাংসদের মন্তব্যে সীমাহীন চর্চা!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৬ মার্চ ২০২৪
  • TMC Mp on CAA:

    তবে কংগ্রেসের অভিযোগ খারিজ করে দিয়ে পূর্ব বর্ধমান জেলা BJP নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “জনবিচ্ছিন্ন কংগ্রেস নেতাদের মন্তব্যকে বাংলার মানুষ গুরুত্ব দেয় না। কেন্দ্রের মোদী সরকার কারও নাগরিকত্ব কেড়ে নিতে চায়নি। বরং নাগরিকত্ত্ব দিতে চেয়েছে। তাই কেন্দ্রের সরকার সিএএ (CAA) করেছে । সেটা না বুঝে তৃণমূলের মতোই কংগ্রেস ও সিপিএমের নেতারা বিরোধিতা করছে।”
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)