PM note to people: ভোটের আগে দেশবাসীকে বিশেষ বার্তা, খোলা চিঠিতে কী বললেন মোদী?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৬ মার্চ ২০২৪
বেজে গিয়েছে দামামা, শুরু হয়ে গিয়েছে চূড়ান্ত প্রস্তুতিও। তৎপর নির্বাচন কমিশন। আজই ২৪-এর লোকসভা ভোটের নির্ঘন্ট করবে কমিশন। গতকাল এক্স হ্যাণ্ডেলে এক পোস্টে কমিশন জানিয়েছে, শনিবার বিকেল ৩টেয় এক সংবাদ সম্মেলনে ১৮ তম লোকসভার নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করা হবে। পাশাপাশি সারাদেশে আদর্শ নির্বাচনী আচরণবিধিও কার্যকর করা হবে। সূত্রের খবর সম্ভবত সাত বা আট দফায় দেশের মোট ৫৪৩ টি আসনে ভোটপর্ব অনুষ্ঠিত হবে। পাশাপাশি কমিশন আজই বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্টও ঘোষণা করতে পারে।
মোদী চিঠিতে লিখেছেন, ‘উন্নত ভারত গড়ার জন্য দেশ যে সংকল্প নিয়ে এগিয়ে চলেছে তা পূরণ করতে আমার আপনাদের ধারণা, পরামর্শ, সমর্থন এবং সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। আমি নিশ্চিত যে আমরা আপনার আশীর্বাদ এবং সমর্থন সবসময় পান। দেশের উন্নয়নের জন্য আমাদের প্রচেষ্টা এগিয়ে চলবে, এটাই মোদীর গ্যারান্টি’।