• প্যালেস্তাইনের নতুন প্রধানমন্ত্রী মুস্তাফা
    আজকাল | ১৬ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দীর্ঘদিনের অর্থনৈতিক উপদেষ্টা মহম্মদ মুস্তাফাকে সে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হল। মার্কিন চাপে পড়েই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। মুস্তাফা আমেরিকায় পড়াশুনা করেছেন। তার সামনে এখন বড় কাজ প্যালেস্তাইনি কর্তৃপক্ষের জন্য নতুন সরকার গঠন করা। বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা করে এক বিবৃতিতে প্রেসিডেন্ট আব্বাস বলেন, ‘‌অধিকৃত পশ্চিম তীর ও গাজায় প্রশাসন পুনরায় একত্রিত করার পাশাপাশি সরকার, নিরাপত্তা পরিষেবা এবং অর্থনীতিতে সংস্কারের নেতৃত্ব দিতে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করতে হবে মুস্তাফাকে।’‌ মুস্তাফা প্রাক্তন প্রধানমন্ত্রী মহম্মদ এশতায়েহর স্থলাভিষিক্ত হলেন। এটা ঘটনা, স্বীকৃত প্যালেস্তাইনে রয়েছে ফাতাহ পার্টির আধিপত্য। অধিকৃত পশ্চিম তীরে তাদের ক্ষমতা সীমিত। ২০০৭ সালে ফাতাহ পার্টি হামাসের কাছে গাজার নিয়ন্ত্রণ হারায়। ৬৯ বছর বয়সী মুস্তাফা বিশ্বব্যাঙ্কের শীর্ষ পদে ছিলেন। এর আগে তিনি উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালে আব্বাস তাঁকে প্যালেস্টাইন ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) চেয়ারম্যানের দায়িত্ব দেন।
  • Link to this news (আজকাল)