• এবার অনলাইনে ছুটির দরখাস্ত, সরকারি কর্মীদের জন্য বদলে গেল নিয়ম
    প্রতিদিন | ১৬ মার্চ ২০২৪
  • স্টাফ রিপোর্টার: বদলে গেল রাজ্য সরকারি কর্মীদের ছুটির আবেদন করার নিয়ম। ছুটির জন্য আর  হাতে লেখা দরখাস্ত গ্রাহ্য হবে না। এবার অনলাইনেই করতে হবে ছুটির যাবতীয় আবেদন। 

    শুক্রবার থেকে অর্থ দপ্তরের জন‌্য এই  নিয়ম চালু হয়েছে। পরে অন‌্যান‌্য দপ্তরেও এই নিয়ম বলবৎ করা হবে। এদিনই অর্থ দপ্তর এক বিজ্ঞপ্তিতে এই নয়া নিয়মের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক‌্যাজুয়াল লিভ (সিএল) হোক বা কম্পেনসেটরি ক‌্যাজুয়াল লিভ (সিসিএল) ছুটির দরখাস্ত করতে হবে ‘হিউম‌্যান রিসোর্স ম‌্যানেজমেন্ট সিস্টেম’ ব‌্যবহার করে। 

    জানা গিয়েছে, গ্রুপ ইনচার্জরা এই ছুটি মঞ্জুর করার দায়িত্বে থাকবেন। আপাতত গ্রুপ ডি কর্মী থেকে উপসচিব পর্যন্ত সকলে এই নিয়মের আওতায় থাকবেন। ১ এপ্রিল থেকে চাইল্ড কেয়ার লিভ, ইএল-এর যাবতীয় তথ্য প্রস্তুত করতে হবে। কোনও অসুবিধা হলে অর্থ দপ্তর ব‌্যবস্থা নেবে। কোনও কর্মী অনলাইনে আবেদন করতে না পারলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে সহযোগিতা করবে। রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির ব‌্যাপারে স্বচ্ছতা আনতেই ধাপে ধাপে বিভিন্ন দপ্তরে এই উদ্যোগ কার্যকর করা হবে।
  • Link to this news (প্রতিদিন)