• Lok Sabha Election 2024: দিল্লির নাকের ডগায় প্রার্থী দিচ্ছেন মমতা, উত্তরপ্রদেশে তৃণমূলের বাজি কে? জানলে চমকে যাবেন?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৬ মার্চ ২০২৪
  • Lok Sabha Election 2024:

    উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর (Kamalapati Tripathi) নাতি ললিতেশপতি ত্রিপাঠী। এর আগে কংগ্রেসে ছিলেন তিনি। যদিও সমাজবাদী পার্টির সঙ্গে তাঁর সম্পর্ক বরাবর বেশ ভালো। কংগ্রেসের টিকিটে এর আগে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে জয়ীও হয়েছিলেন তিনি। ২০১৯-এর লোকসভা ভোটেও প্রার্থী হয়েছিলেন তিনি। তবে সেবার তিনি হেরে যান। যদিও এরপর ২০২১-এ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। এবার জোড়াফুলের টিকিটে উত্তর প্রদেশ থেকেই ফের একবার লোকসভার প্রার্থী হয়েছেন ললিতেশপতি।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)