Ziaul Faruq Apurba: লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, ভয়ঙ্কর অভিযোগে বিদ্ধ বাংলাদেশি নায়ক অপূর্ব
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৬ মার্চ ২০২৪
Ziaul Faruq Apurba: তিনি বাংলাদেশের সুপারস্টার। জিয়াউল ফারুক অপূর্ব, তাঁর তারিখ পেতেই অনেক কালঘাম ছোটাতে হয়। তবে, এবার তাঁর বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর অভিযোগ! অভিনেতা নাকি, লক্ষ লক্ষ টাকা নিয়েও শুটিং ফ্লোরে আসেননি।
অপূর্ব সেদেশের বিরাট তারকা। সকলে মুখিয়ে থাকেন তাঁর সঙ্গে অভিনয় করবেন বলে। ফলে, তাঁর বিরুদ্ধে এহেন অভিযোগ মেনে নিতে পারেননি কেউই। তারা সোশ্যাল মিডিয়ায় তাদের প্রিয় অভিনেতার জন্য আওয়াজ তুলেছেন। এমনকি সেই দলে রয়েছে তানজিন তিশা থেকে কেয়া পায়েল, ফারহানের মত অভিনেতারা। তাঁরা এসব মানতেই নারাজ। অপূর্বর মত নিষ্ঠাবান এবং দায়িত্ব পরায়ণ অভিনেতার দ্বারা এহেন কান্ড ঘটেছে হতেই পারে না। যদিও, বাংলাদেশের সিনে দুনিয়ার অন্দরে