Shane Watson: কোটি কোটি টাকার অফার, তবু পাকিস্তানের কোচ হলেন না ওয়াটসন! নিশানায় সেই IPL
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৬ মার্চ ২০২৪
Pakistan Cricket Team: আইপিএলের সময়েই পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড। আইপিএল খেলতে ব্যস্ত থাকবেন কিউইদের প্ৰথম সারির তারকারা। নিউজিল্যান্ড-বি দলের বিরুদ্ধেই পাকিস্তানের হেড কোচ হতে পারেন শ্যেন ওয়াটসন। এমনটাই রটে গিয়েছিল। বলা হচ্ছিল পাক দলের হেড কোচ হওয়ার লড়াইয়ে পিসিবির ফেবারিট শ্যেন ওয়াটসন ছিলেন। তবে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, শ্যেন ওয়াটসন নিজেই নাকি পাকিস্তানের কোচ হতে আগ্রহী নন।
নিজেকে পাকিস্তানের হেড কোচের দৌড় থেকে ওয়াটসনের নিজেকে সরিয়ে নেওয়ার অর্থ কোনও কোচ ছাড়াই কিউইদের বিপক্ষে টি২০ সিরিজে নামবেন বাবর আজমরা। জুনে টি২০ বিশ্বকাপ। তার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ-ও খেলবে পাকিস্তান। তাই তড়িঘড়ি ভিত্তিতে পাকিস্তানকে হেড কোচের নিয়োগ সম্পন্ন করতে হবে।