‘জামাল কুদু’ নাচে তোলপাড় ফেললেন বৃদ্ধা। বয়স তো কেবল একটা সংখ্যা মাত্র! সেকথা যেন আবারও মনে করিয়ে দিলেন ৮০ বছরের এই বৃদ্ধা। অফুরন্ত উদ্যমশক্তি জমকালো নিদর্শন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বৃদ্ধার এই নাচ দেখে চমকে গেলেন নেটিজেনরাও।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ শেয়ার করেছেন @desimojito নামের একজন ব্যবহারকারী। ভিডিওটি দেখার পর মানুষ নানা ধরনের মন্তব্য করছেন। একজন লিখেছেন- অসাধারণ। একজন লিখেছেন – আমি ভেবেছিলাম শুধুমাত্র তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় আসক্ত। কিন্তু আমি ভুল ছিলাম। ভিডিওটি লেখার সময় পর্যন্ত লক্ষাধিক ভিউ এবং হাজার হাজার লাইক পেয়েছে।