• ‌হামাসের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইজরায়েল...
    আজকাল | ১৬ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নতুন যুদ্ধবিরতির প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে ইজরায়েল। শুক্রবার যুদ্ধবিরতির ওই প্রস্তাব নিয়ে ইজরায়েলের মন্ত্রিসভা বৈঠকে বসে। বৈঠক শেষে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, হামাসের নতুন প্রস্তাবে এখনও অনেক অযৌক্তিক দাবি রয়েছে। তবে যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যেতে ইজরায়েলি প্রতিনিধিদের কাতারে পাঠাবেন বলে জানান তিনি। এক বিবৃতিতে ইজরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, নেতানিয়াহু তার সেনাদের প্যালেস্তাইনের রাফা শহরে হামলা চালানোর পরিকল্পনাকে সমর্থন করেছেন।  প্রসঙ্গত, রমজানে গাজায় হামলা বন্ধ করতে ইজরায়েলকে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল হামাস। এই যুদ্ধবিরতির প্রথম দফায় মহিলা, শিশু ও বৃদ্ধ পণবন্দিদের ছাড়ার বিনিময়ে ৭০০ থেকে ১০০০ প্যালেস্তাইনি বন্দির মুক্তি চেয়েছে হামাস। এর মধ্যে প্রায় ১০০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। হামাসের দাবিগুলোর মধ্যে আরও রয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি, গাজা উপত্যকা থেকে ইজরায়েলি সেনা প্রত্যাহার, দক্ষিণ গাজা থেকে বাস্তুচ্যুত প্যালেস্তাইনিদের উত্তর গাজা ও গাজার কেন্দ্রে ফিরতে দেওয়া ও ত্রাণ ঢুকতে কোনও বাধা না দেওয়া। হামাসের এই প্রস্তাবের পর ইজরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, হামাসের যুদ্ধবিরতির এই প্রস্তাবটি সম্পূর্ণ অবাস্তব দাবির ওপর ভিত্তি করে উপস্থাপন করা হয়েছে।
  • Link to this news (আজকাল)